Seve করা Wi-Fi Passwerd কিভাবে বের করবেন?
ধরুন আপনার বন্ধু বা অন্য যে কেউ আপনাকে কেবল তার ওয়াফাই এর পাসওয়ার্ড মোবাইলে সেট করে দিল কিন্তু আপনাকে বলে দিল না তবে চিন্তার কারণ নেই আপনি আপনার মোবাইলে এমন সেভ করা পাসওয়ার্ড গুলো সহজের পেয়ে যাবেন “ES File Explorer” দিয়ে। কিভাবে? আসুন ধাও গুলো দেখে নিই।
১| প্রথমে যা লাগবে তা রুটেট এন্ড্রয়েড ডিভাইস
২| “ES File Explorer” বা “ES File Explorer Pro” ভার্সন। নরমাল ভার্সন টি আপনি গুগল প্লেস্টোরেই পাবেন আর যদি পেইড মানে মূল্য দিয়ে নেয়া ভার্সন চান তবে গুনতে হবে ২৫০ টাকা। তবে আমি একটা লিংক দিচ্ছি যেখান থেকে এটি বিনামূল্যেই নামাতে পারবেন এখান থেকে লেটেস্ট ভার্সনটি নামিয়ে নিন
এখন নিচের নিয়ম গুলো অনুসরন করুন:
১.ES File Explorer pro ওপেন করে “Device” এ ক্লিক করুন
২.এবার “Data” তে ক্লিক করুন
৩.একটু নিচেই “misc” ফাইলটা ওপেন করুন
৪. দেখেন “Wifi” ফাইল, এটি ওপেন করুন-
৫.একদম নিচের দিকে wpa_supplicant.conf ফাইলটা ওপেন করুন
৬.এবার দেখেন আপনার ডিভাইসে সেভ করা সকল ওয়াইফাই এর পাসওয়ার্ড শো হচ্ছে ।
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
আমাকে যারা ফেসবুকে চানIsMAIL HOSSEN SuNNY
No comments